Breaking News

আজ রাতে মঞ্চে ‘রূপান্তর’

 

এটি প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৪৩তম ব্যাচের সমাপনী প্রযোজনা
এটি প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৪৩তম ব্যাচের সমাপনী প্রযোজনাপ্রাচ্যনাট

ঢাকার মঞ্চে আজ মিলবে নতুন নাটক। লেখক ফ্রানৎস কাফকার ‘দ্য মেটামরফোসিস’ অবলম্বনে ‘রূপান্তর’ নাটক মঞ্চে আনছে প্রাচ্যনাট স্কুল। শনিবার রাতে ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। নাটকটির ভাবনা, দৃশ্য নির্মাণ ও সমন্বয় করছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।
এটি প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৪৩তম ব্যাচের সমাপনী প্রযোজনা। শনিবার নাটক মঞ্চায়নের আগে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনীর সনদও বিতরণ করা হবে। এতে অতিথি থাকবেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন ও মুহাম্মদ কাইউম।

নাটকের নির্দেশক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ সংবাদমাধ্যমে বলেন, ‘লেখক ফ্রানৎস কাফকার মৃত্যুর শততম বার্ষিকীতে তাঁর গল্প থেকে নাটকের কাজ করার সিদ্ধান্তটা লেখকের প্রতি সন্মান জানানোর সামান্য চেষ্টা।’

চলছে মহড়া
চলছে মহড়া
প্রাচ্যনাট

নাটকের কাহিনিতে দেখা যাবে, গ্রেগর সামসা নামের এক ব্যক্তি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটি বিশালাকার, কদর্য, নোংরা পোকায় পরিণত হয়েছে। পরিবারের সদস্যরা যখন তাঁকে এই রূপান্তরিত অবস্থায় দেখে, তারা সেটা মেনে নিতে পারে না এবং সামসাকে তাঁর ঘরে আবদ্ধ করে রাখে। প্রথম দিকে সামসার বোন গ্রেটা নিয়মিত ভাইয়ের ঘরে আসত, দূর থেকে তার জন্য খাবার রেখে যেত, ঘর পরিষ্কার করে দিত এবং তার খবরাখবর বাড়ির অন্য মানুষদের পৌঁছে দিত। কিন্তু একপর্যায়ে এই নিয়মানুবর্তিতাতেও ছেদ পড়ে। কারণ, গ্রেটাকেও সংসারের খরচের লাগাম ধরার জন্য মা-বাবার সঙ্গে বাইরের কাজে নামতে হয়। যোগাযোগ কমে যাওয়ার কারণে বাবা-মা ও বোনের সঙ্গে সামসার ক্রমেই দূরত্ব তৈরি হতে থাকে। ধীরে ধীরে তাকে যেন তার বাবা-মা ও বোনের কাছে বোঝাস্বরূপ মনে হয়। একসময় পরিবারের সদস্যদের ভয়, অস্বস্তি ও ঘৃণার পাত্র হয়ে সামসা মারা যায়। এতে তার পরিবারের সদস্যরা শোকার্ত হওয়ার বদলে হাঁপ ছেড়ে বাঁচে।

নাটকটির ভাবনা, দৃশ্য নির্মাণ ও সমন্বয় করছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
নাটকটির ভাবনা, দৃশ্য নির্মাণ ও সমন্বয় করছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
প্রাচ্যনাট

নাটকে অভিনয় করছেন রাবেয়া মুন্নি, ফাহাদ খান, আতিক পিয়াল, কুমার উদয়, ফাহিন আরেফিন ইভান, রিয়া বর্মন, শুভাশিস হালদার, সামিউল মাহমুদ, ফারজানা আক্তার, নূর আখতার, রিয়া বর্মন, সানজিদা ইয়াসমিন, রাফিদ চৌধুরী, রিপন ঘোষ, শুভ্র মোহসীন, ফারজানা আক্তার, রাবেয়া মুন্নি, সায়মা জাহান, শফিকুল ইসলাম সোহাগ, ফারহানা আজিম লামিয়া, উম্মে হাবিবা, এ আই তানিম, কামাল হাসান, অয়ন আইচ, জয়জিৎ দত্ত, নাফিজ প্রেম, রাসেল আহম্মেদ রাহাত, কামরুজ্জামান সাগর, জুবায়ের রাজিন, অনিক মোহন্ত, নুরুল ইসলাম, মায়িশা রহমান, রায়হান সান ও সাজ্জাদ হোসেন।

No comments